দেশজুড়ে অভিযানে একদিনে ৪০৫ মামলা, ১৫ গাড়ি জব্দ: বিআরটিএ

Passenger Voice    |    ১০:৩৮ এএম, ২০২৪-০৪-২০


দেশজুড়ে অভিযানে একদিনে ৪০৫ মামলা, ১৫ গাড়ি জব্দ: বিআরটিএ

সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০৫ মামলায় ১০ লাখ ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১৫টি গাড়ি জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএ এই তথ্য জানিয়েছে। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সারাদেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন। 

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরে বাসে পিকআপের ধাক্কায় ১৪ জন নিহত হন। নিয়ম অমান্য করে পিকআপে যাত্রী বহন করা হয়েছিল। নিহতদের সবাই পিকআপটির যাত্রী ছিলেন। এক দিন পর ঝালকাঠিতে ট্রাকে পিষ্ট হয়ে নিহত হয়েছেন ১৪ জন। ১৩ টন পণ্য বহনে সক্ষম ট্রাকটিতে অন্তত ২০ টন সিমেন্ট ছিল। চালকের যথাযথ লাইসেন্স ছিল না। অধিকাংশ দুর্ঘটনার পর যানবাহন এবং সড়কের ত্রুটির কথা বলা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল, মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার যানবাহন এবং অবৈধ নছিমন-করিমন ও ইজিবাইকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

এ পরিপ্রেক্ষিতে গত বুধবার (১৭ এপ্রিল) দেশের সব সার্কেলে চিঠি দিয়ে অবৈধ নছিমন, করিমন, মহাসড়কে তিন চাকার যানবাহন, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, বেপরোয়া গতি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয় বিআরটিএ। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। সহায়তা চেয়ে হাইওয়ে পুলিশ, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের চিঠি দিয়েছে বিআরটিএ।

প্যা/ভ/ম